Labels

Monday, December 17, 2012

How to write Bangla on PHOTOSHOP by Avro

Photoshop এ অভ্র দিয়ে কিভাবে বাংলা লিখব ?
আপনি নিচের পদ্ধতি গুলো অনুসরন করলে খুব সহজেই ফটোশপে অভ্র দিয়ে বাংলা লিখতে পারবেন
এর জন্যে আপনার Fonts ফোল্ডারে Ansi ফন্ট লাগবে যা অভ্র দিয়ে লিখতে কাজে লাগবে
দরকার হলে নিচের লিঙ্ক থেকে যেকোন একটি ফন্ট ডাউনলোড করে আপনার C:\WINDOWS\Fonts ফোল্ডারে পেস্ট করে দিন
সাধারনত Siyam Rupali ANSI ফন্টটি আমি ব্যবাহার করি
দরকার হলে অভ্র সফটটি নিচের লিঙ্ক থেকেও ডাউনলোড করে নিতে পারেন একদম ফ্রী
http://www.omicronlab.com/avro-keyboard.html
এরপর নিচের ছবির ন্যায় গোল চাকতি বা সেটিংস বাটনটি ক্লিক করে

 মেনু থেকে Output as ANSI’. তে ক্লিক করুন

 এবং নিচের মত কনফার্ম করতে হবে
 এরপর ফটোসপ এ গিয়ে একটি Ansi ফন্ট সিলেক্ট করে দিতে হবে
এবার লেখা শুরু করে দিন!



source