Cisco Switch & Router সমূহে User Exec mode হলো স্বাবাবিক Operation Mode । Cisco Device চালু হবার পর IOS Load করে এই User Exec Mode এসে User Input এর জন্য অপেক্ষা করে । User এখানে বিভিন্ন Command দিয়ে অন্যান্য Mode এ যেতে পারে ।
User Exec Mode এ Switch বা Router নাম এর পরেই [ > ] চিহ্ন দেখা যায় । এটি দেখলেই বুজবেন আপনি User Exec Mode এ আছেন । সকল Switch এর Default নাম থাকে Switch এবং Router এর ডিফল্ট নাম থাকে Router । তাই Exec mode এ সাধারণত Switch > অথবা Router > Promt দেখতে পাবেন ।